০১:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

কবি বিমল সাহার একক বইমেলা-গান-কবিতা

জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে কবি বিমল সাহার বই নিয়ে সাউন্ডবাংলা একক বইমেলা-গান-কবিতা-কথা অনুষ্ঠিত হয়েছে।

২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে ২৪ তারিখ শুরু হওয়া এই আয়োজনের সমাপ্তি পর্ব ২৫ মে সকালে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত শিক্ষা সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। অতিথি ছিলেন কথাশিল্পী নজিবুল আকবর, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, কবি বজলুর রায়হান ও সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

প্রধান আলোচক ছিলেন কবি চঞ্চল মেহমুদ কাশেম। গান-কবিতা পরিবেশনে অংশ নেন- নাট্যজন নূর হোসেন রানা, কবি জয়নাল আাবেদীন জয়, কবি রফিক চৌধুরী, মমতাজ মেহমুদ, মিলন আহমেদ, অসীম ভট্টাচার্য, নাছির ইকবাল শরীফ, বিপুল বিক্রমপুরী, সাইদ খান সবুজ, এস এম খোকন প্রমুখ।

আড্ডায় সাউন্ডবাংলার পক্ষ থেকে বলা হয়- জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগণ লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে [email protected] জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।

কবি বিমল সাহার একক বইমেলা-গান-কবিতা

প্রকাশিত : ০৯:১৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ মে ২০২৪

জাতীয় সাংস্কৃতিকধারার আয়োজনে কবি বিমল সাহার বই নিয়ে সাউন্ডবাংলা একক বইমেলা-গান-কবিতা-কথা অনুষ্ঠিত হয়েছে।

২৭/৭ তোপখানা রোডস্থ বিজয় মিলনায়তনে কলামিস্ট মোমিন মেহেদীর সভাপতিত্বে ২৪ তারিখ শুরু হওয়া এই আয়োজনের সমাপ্তি পর্ব ২৫ মে সকালে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত শিক্ষা সচিব ড. জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাস। অতিথি ছিলেন কথাশিল্পী নজিবুল আকবর, শিশুসাহিত্যিক শিবুকান্তি দাশ, কবি বজলুর রায়হান ও সেভ দ্য রোড-এর মহাসচিব শান্তা ফারজানা।

প্রধান আলোচক ছিলেন কবি চঞ্চল মেহমুদ কাশেম। গান-কবিতা পরিবেশনে অংশ নেন- নাট্যজন নূর হোসেন রানা, কবি জয়নাল আাবেদীন জয়, কবি রফিক চৌধুরী, মমতাজ মেহমুদ, মিলন আহমেদ, অসীম ভট্টাচার্য, নাছির ইকবাল শরীফ, বিপুল বিক্রমপুরী, সাইদ খান সবুজ, এস এম খোকন প্রমুখ।

আড্ডায় সাউন্ডবাংলার পক্ষ থেকে বলা হয়- জাতীয় সাংস্কৃতিকধারা ও সাউন্ডবাংলার উদ্যেগে নিয়মিত প্রকাশনা স্বপ্নালোক-এ পঠিত লেখাগুলো প্রকাশিত হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি সর্বস্তরের লেখক-কবিগণ লেখা পাঠাতে পারেন- সুতুনি ফ্রন্টে [email protected] জাতীয় সাংস্কৃতিকধারা’র আগামী পল্টনাড্ডায় অংশগ্রহণকারী প্রত্যেক লেখককে নির্ধারিত সদস্য ফরমপূরণপূর্বক ১০০০ হাজার টাকার বই উপহার প্রদান করা হবে।