বন্দরে পিটিয়ে মনিরুজ্জামান মনু হত্যাকান্ডের ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১২ জুন) নরসিংদী জেলার ঘোড়াশাল এলাকায় অভিযান চালিয়ে ঐ আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতের নাম নূরে আলম ওরফে নুরুল, সে বন্দর থানার মুরাদপুর এলাকার আব্দুল মালেক মিয়ার ছেলে।
গ্রেপ্তারকৃত নুরুলকে ১০ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ইন্সপেক্টর সাব্বির রহমান বলেন, নরসিংদীর ঘোড়াশাল থেকে গোপন সংবাদের ভিত্তিতে আসামি নুরুলকে গ্রেপ্তার করা হয়েছে।
পরে রাতে বন্দর থানায় আনা হয়। বৃহস্পতিবার আসামিকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামি নুরুল মামলা ১২ নং আসামি।
তিনি আরও বলেন, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। খুব শিঘ্রই আমরা তাদের গ্রেপ্তার করতে সক্ষম হবো।
উল্লেখ্য, গত ৭ জুন এনসিসির ২৭নং ওয়ার্ডের মুরাদপুরে নিজ বাড়ির সামনে হামলার শিকার হয়ে নিহত হন মনিরুজ্জামান মনু। পরদিন ৮ জুন থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী সাবিনা বেগম।
হত্যা মামলার আসামিরা হলেন, মুরাদপুর এলাকার মনির, মিঠু, টিটু, ফারুক, মোজাম্মেল, নুরু হাজী, কাউসার, নাঈম, ফরহাদ, ফয়সাল, রায়হান, নুরুল, মোজাম্মেল, ইউনুস ও জনি। যার মামলা নং- ১৩(৬)২৪; ধারা- ১৪৩/ ৪৪৭/ ৪৪৮/ ৩০৭/ ৩২৩/৩২৫/৩৫৪/ ৩৮৯/ ৪২৭/ ৫০৬/ ১১৪/ ৩০২/ ৩৪ পেনাল কোড ১৮৬০।