আড়াইহাজার থানার একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক ( ঢাকা বিভাগ ) নজরুল ইসলাম আজাদ।
রবিবার ( ৩০ জুন ) সকালে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজিরা দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম আজাদ। আড়াইহাজার থানা মামলা নং- ১(১১)২৩।
এদিকে বিএনপির কেন্দ্রীয় নেতা আজাদের হাজিরাকে কেন্দ্র করে সকাল থেকেই নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ভীড় জমায়।
আসামি পক্ষের আইনজীবীরা হলেন- নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এড. খোরশেদ আলম মোল্লা, সহ-সভাপতি এড. সিদ্দিকুর রহমান, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান।
এসময়ে আদালত পাড়ায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব, জেলা যুবদলের আহ্বায়ক সাদেকুর রহমান সাদেক, মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল, আড়াইহাজার উপজেলা বিএনপি’র সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সাধারণ সম্পাদক জুয়েল আহম্মেদ, সহ-সভাপতি সিদ্দিকুর রহমান সিদ্দিক, সহ-সভাপতি শাকিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন আতাউর মেম্বার, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা, বন্দর উপজেলা বিএনপি’র সভাপতি মাজহারুল ইসলাম হিরণ, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটন, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাখাওয়াত ইসলাম রানা, মহানগর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, আড়াইহাজার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুর রহমান সেলিম, সদস্য সচিব খোরশেদ আলম ভুঁইয়া, যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফ, রফিকুল ইসলাম ভূঁইয়া, আরিফুজ্জামান ইমন, নুরে এলাহী সোহাগ, রাফি উদ্দিন রিয়াদ, আসাদুজ্জামান আসাদ, আড়াইহাজার উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আলমগীর হোসেনস, জেলা মহিলা দলের সভানেত্রী রহিমা শরীফ মায়া, মহানগর মহিলা দলের সভানেত্রী দিলারা মাসুদ ময়না, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাগর সিদ্দিকী, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরসহ জেলা ও মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।