৩ দিন বিরতির পর দি প্লাটফরম ২য় বিভাগ ক্রিকেট লীগের খেলায় অনুষ্ঠিত হয়েছে। দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ৬ উইকেটে পরাজিত করেছে এম.এম.এস ক্রিকেট একাডেমীকে।
রবিবার (১৯ মে) শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ডে সকালে সকালে টস জিতে দুর্ণিবার অধিনায়ক আশরাফুল প্রথমে ব্যাট করার সুযোগ দেন এম.এম.এস কে। কিন্তু ব্যাটসম্যানদের ব্যর্থতায় মাত্র ৮০ রানে অলআউট হয়ে যায় এমএমএস ক্রিকেট একাডেমী।
৩৩.৫ ওভারে তারা এ রান করে। সাঈদ ১৪, সাইফুল ১০, ইফতি ৯, নোমান ৮, ইয়ামিন ৭, অলিউল্লাহর ৮ রানের সাথে অতিরিক্তি থেকে যোগ হয় ১৫ রান। দুর্ণিবারের অধিনায়ক আশরাফুল পান ৩ উইকেট। দুর্ণিবার স্পোর্টিং ক্লাব ১১.৩ ওভারে ৮১ রান করে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে।
দীন ইসলাম ২ ছয় ও ১ চারে অপরাজিত থাকেন ১৭ রানে। সজিব আউট হন ১৭ রানে। টগর করেন ৯ রান,সাজ্জাদ ১৫ রানে ফিরেন। এমএমএস এর নোমান ২ উইকেট পান।
স্কোর: এম.এম.এস ক্রিকেট একাডেমী- ৮০/১০(৩৩.৫ ওভার) সাইফুল-১০, সাঈদ-১৪, নোমান-৮, ইফতি-৯, অলিউল্লাহ-৮, ইয়ামিন-৭।। অতিরিক্ত-১৫। আশরাফুল-৩/১৩,রাফি-২/৮,রুহুল আমিন-২/১৩,সাজ্জাদ-২/২৯।
দুর্ণিবার স্পোর্টিং ক্লাব- ৮১/৪(১১.৩ ওভার) দীন ইসলাম-১৭,সজিব-১৭,সাজ্জাদ-১৫। অতিরিক্ত-১৭। নোমান-২/৩৭,সাইফুল-১/১৯,আল ইসলাম-১/৫।