তারকাদের ঈদ উদ্যাপন নিয়ে সবারই আগ্রহ থাকে বেশ। দেশে ও কলকাতার মডেল ও অভিনেত্রী আঁচল স্মৃতি এবার কোরবানি ঈদের পরিকল্পনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করলেন
ঈদ মানেই আনন্দ। তারকারাও তার ব্যতিক্রম নন। আর সারা বছর নিজের ফিটনেস ধরে রাখতে ডায়েটের কড়াকড়ি থাকলেও কোরবানির ঈদে তারকারা রসনা বিলাসে ঠিকই মেতে ওঠেন।
আর বিশেষত সবাই অধীর আগ্রহে অপেক্ষা করেন মায়ের হাতের বিভিন্ন মাংসের পদের জন্য। কেউ কেউ নিজেও রান্না করেন প্রিয়জনদের জন্য। এসব গল্প নিয়ে জনপ্রিয় দেশে ও কলকাতার মডেল ও অভিনেত্রী আঁচল স্মৃতি।
কোরবানির ঈদ মায়ের বাসায় কাটানো হয় আর সেটা খুব উপভোগ করেন তিনি। কোরবানির সবকিছু সেখানেই পালন করা হয়। আর আঁচল স্মৃতি রান্নাও করেন মা, বাবা, আত্মীয় জন্য। এভাবেই প্রিয়জন আর তারা একটি বিড়াল আছে সারাদিন তাদের সঙ্গে নিয়ে ঈদের দিন কাটে।
যেহেতু মডেলের সূত্রে সারা বছরই মেকাপ করা হয়, তাই ঈদের ছুটিতে যখন বাড়িতে থাকা হয়, তখন মেকাপ ছাড়া থাকতেই আঁচল স্বাছন্দ্য বোধ করেন। মা, বাবা, আত্মীয়দের সময় দেওয়া হয়।
আঁচল জানান, মাংস তাঁর খুব একটা বেশি পছন্দ নয়। বরং মাছের প্রতি বেশি পক্ষপাতিত্ব। তবুও যেহেতু কোরবানির ঈদ, মাংসের পদই থাকে মেনুতে।
আঁচলের কাছে কোরবানির ঈদ মানেই মায়ের হাতের ঝুরা মাংস, যা ভাজা ভাজা করতে করতে অনেকটা কালাভুনার মতো হয়ে যায়। আর সঙ্গে থাকে খুব ঝাল করে করা মাংসের চাপ। এটিও তাঁর খুব পছন্দের।
দেশে ও কলকাতার মডেল ও অভিনেত্রী আঁচল স্মৃতি ঈদের শুভেচ্ছা জানিয়ে বললেন, সবাই যেন প্রিয়জনের সঙ্গে ঈদ উদ্যাপন শেষে নিরাপদে বাড়ি ফিরে আসেন, সেই শুভকামনা রইল তাঁর পক্ষ থেকে।