নারায়ণগঞ্জ মহানগর ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেছেন, গত ১৬ বছরে এমন কোন শ্রেনী নেই যারা নির্যাতিত হয়নি। সাংবাদিকেরাও মামলার শিকার হয়েছে নির্যাতিত হয়েছে। সাগর রুনির ঘটনা আপনারা জানেন।
শনিবার (২৪ আগষ্ট) ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মী ও জনসাধারণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, ৫ তারিখের পর কিছু কুচক্রী মহল দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। আমরা তাদের সাবধান করে দিতে চাই। এ নতুন বাংলাদেশ অনেক রক্তের বিনিময়ে স্বাধীন হয়েছে।
তিনি আরও বলেন, আজ আমরা সবাই এক কাতারে হাজির হয়ে গেছি। আজ বিএনপি, জামাত, খেলাফত, ইসলামি আন্দোলন, গণসংহতি আন্দোলন এখানে আছে। কেউ পরিস্থিতি অস্থিতিশীল করতে চাইলে আমরা তাদের দাঁত ভাঙা জবাব দেব।
তিনি বলেন, আমরা দেখছি আওয়ামী লীগের গুন্ডারা ছদ্মবেশে চাঁদাবাজি করছে। আমরা বিএনপি নেতাদের কাছে হ্বান জানাবো এদের ধরিয়ে দিন। ওরা আপনাদের নাম ব্যাবহার করে চাঁদাবাজি করছে।