নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতা কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন, আমরা জানি বিগত স্বৈরাচারী সরকার টয়লেট থেকে শুরু করে সংবাদপত্র কোথাও বাকি রাখেনি। সব জায়গায় তারা তাদের বাকশালি থাবা দিয়েছে। তারা সবকিছু নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছে।
শনিবার (২৪ আগষ্ট) ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ওপর হামলার প্রতিবাদে গণমাধ্যম কর্মী ও জনসাধারণের উদ্যোগে আয়োজিত মানববন্ধনে অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, আইন নিজের হাতে তুলে নেয়ার সুযোগ নেই। মিডিয়া যদি কোন অপরাধ করে থাকে তাহলে সরকার আইনগত পদক্ষেপ নিতে পারে। কিন্তু আমরা আইন নিজের হাতে তুলে নিতে পারি না। আমরা অবিলম্বে এসকল দুর্বৃত্তদের গ্রেপ্তারের দাবী জানাচ্ছি।