বিএনপির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু বলেছেন, আমাদের কমন গ্রাউন্ড আমরা বাংলাদেশের মানুষ। আমরা বাংলাদেশী। দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে। তারা তৎপর থাকবে সচেতন থাকবে। বিএনপি বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল। বিএনপি তিনবার রাষ্ট্র পরিচালনা করেছে। মানুষ যখনই ভোট দিতে পেরেছে তারা বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই আজ আমরাও সচেতন। কোন কুচক্রী মহল যেন হিন্দুদের পূজা নিয়ে কোন অপ রাজনীতি করতে না পারে।
মঙ্গলবার (১ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের সাথে নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের মতবিনিময় সভায় অংশ নিয়ে একথা বলেন তিনি।
তিনি আরও বলেন, এই আন্দোলনে হিন্দু সম্প্রদায়ের লোকজনও জীবন দিয়েছে সুতরাং তাদের অবদান অস্বীকার করার সুযোগ নেই। আমরা একটি আদর্শিক সংগঠন। আমাদের দর্শন হল জিয়াউর রহমান, যিনি বাংলাদেশী জাতীয়তাবাদ তুলে ধরেছেন সারা বিশ্বে। আমরা একটা জাতি।
আমরা ভাই ভাই এটা মুখে বললেই হয় না। আমাদের একটা গ্রাউন্ড দরকার। এজন্যই জিয়াউর রহমান বাংলাদেশী জাতীয়তাবাদের কথা বলেছেন আরও পঞ্চাশ বছর আগে। যেন আমরা একসাথে থাকতে পারি সবাই।
তিনি বলেন, বাংলাদেশে বিএনপি একমাত্র দল যারা সাম্প্রদায়িক রাজনীতি করে না। বিএনপি সকল জাতি গোষ্ঠীর মানুষকে বাংলাদেশী জাতীয়তাবাদের মাধ্যমে এক জায়গায় আনার চেষ্টা করেছেন।
তিনি বলেন, বাংলাদেশে যত দাঙ্গা হয়েছে সব ছিল রাজনৈতিক। এখানে অরাজনৈতিক দাঙ্গা কখনও হয়নি। তাই আমরা কোন কুচক্রী মহলকে সুযোগ দিতে চাই না। আপনারা স্বেচ্ছাসেবক টিম গঠন করবেন। পূজা মন্ডপের আয়োজকদের আপনারা সহযোগীতা করবেন তাদের সামাজিক নিরাপত্তা দেয়ার চেষ্টা করবেন।