নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে বিএনপির অসুস্থ চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।
রোববার (২৩ জুন) বিকেল ৪ টায় সিদ্ধিরগঞ্জের হিরাঝিলে এ দোয়া অনুষ্ঠিত হবে।
দোয়া অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিত থেকে দলীয় প্রধানের সুস্থতা কামনায় আয়োজিত দোয়ায় অংশ নিতে অনুরোধ করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে।
জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন জানান, আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যিনি এদেশের গণতন্ত্রের প্রতীক তিনি অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
আমরা জেলা বিএনপির পক্ষ থেকে রোববার তার সুস্থতায় সাধারণ মানুষকে নিয়ে দোয়ার আয়োজন করেছি।
দোয়া অনুষ্ঠানে আমাদের দলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহবান জানাই।