নারায়ণগঞ্জে খেলাফত মজলিসের নেতা মোঃ জাহিদ হাসানের ওপর হামলা ও তাকে হত্যাচেষ্টার ঘটনায় নারায়ণগঞ্জ সদর থানায় মাওলানা ফেরদৌসুর রহমানকে প্রধান আসামি করে আরও ২৪ জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগ দায়ের করা হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রাতে হামলায় গুরুতর আহত জাহিদ নিজে বাদী হয়ে এই অভিযোগ দায়ের করেন।
মামলায় ফেরদৌসুর রহমান (৪৫), মীর আহমদ উল্লাহ (৩৬), মুফতি হরুন উর রশিদ (৪২), কামাল উদ্দিন দায়েমীসহ (৪৫) নয় জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১৫ জনকে আসামি করা হয়েছে।
এর আগে সোমবার রাতে শহীদ মিনারের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ একদল সন্ত্রাসী জাহিদের ওপর হামলা চালায়। এসময় হামলা থেকে বাঁচতে দৌড় দিলে তার পিছু নেয় হামলাকারীরা। পরে চাষাঢ়া বালুরমাঠ এলাকার পপুলার হসপিটালের তৃতীয় তলায় আশ্রয় নেন জাহিদ।
পরে হামলার খবর পেয়ে পপুলার হসপিটাল থেকে জাহিদকে উদ্ধার করে নগরীর খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে যায় খেলাফত মজলিসের নেতাকর্মীরা।
জাহিদ জানান, আমাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো হয়। এর আগেও একাধিকবার আমাকে নানাভাবে হুমকি দেয়া হয়েছে।