নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদকে গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে সকল রাজবন্দীর মুক্তি দাবী করেছেন বিএনপি নেতা কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
বুধবার (১৪ মে) এক বার্তায় একথা জানান তিনি।
এসময় তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা অবশ্যই প্রত্যাহার করতে হবে। মামলা দিয়ে বিএনপিকে দাবিয়ে রাখা যাবে না।