নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন কারাগারে থাকায় দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। জেলার শীর্ষ এ নেতা কারাগারে থাকায় তৃণমূলের নেতাকর্মীরা অভিভাবকহীন হয়ে পড়েছে।
এর আগে জেলা বিএনপির দায়িত্বে আসার পর থেকেই জেলাজুড়ে দলকে চাঙা করে তোলেন গিয়াসউদ্দিন। কয়েক দশকের পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সম্মেলন করে কমিটি গঠন করা হয়। এছাড়াও জেলার অধীনস্থ ইউনিট কমিটিগুলো গঠন করে দলকে চাঙা করে তোলেন গিয়াস।
প্রায় এক দশক পরে গিয়াসের তত্বাবধানেই নারায়ণগঞ্জে লক্ষাধিক লোকের সমাগমে মহাসমাবেশ করে বিএনপি যা ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এছাড়াও নিয়মিত ঢাকায় বিশাল শোডাউন করে আলোচনায় ছিলেন গিয়াসউদ্দিন।
এছাড়াও নির্বাচনের আগে ও পরে গিয়াসের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তবে গিয়াসউদ্দিন কারাগারে যাওয়ার পরে দলীয় কার্যক্রমে স্থবিরতা দেখা গেছে।
নেতাকর্মীরা জানান, দলকে চাঙা করে তুলতে হলে আগামীর আন্দোলন সংগ্রামের আগে গিয়াসউদ্দিনকে মাঠে প্রয়োজন।
গত ১২ মে এক কোটি ৪১ লক্ষ টাকার অবৈধ সম্পত্তি অর্জনের অভিযোগে সাবেক এমপি গিয়াসউদ্দিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত। ২০২১ সালের ১৯ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলাটি দায়ের করে।