নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে সন্ত্রাসীদের হামলায় চাষাঢ়ায় বদিউজ্জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক এমপি শামীম ওসমানসহ ৩৬ জনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী আদুরী খাতুন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় বাদী জানান, ছাত্র জনতাকে উদ্দেশ্য করে এলোপাথারি গুলি ও আক্রমন করার নির্দেশ প্রদান করলে অন্যান্য সকল আসামীগণ অবস্থারত ছাত্রজনতার উপর ককটেল বিস্ফোরন করে ভীতির সৃষ্টি করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র দ্বারা এলোপাথারি গুলি ও মারধর আরম্ভ করেন।
আমার ফুফাত দেবর মোঃ স্বাধীন মিয়া এবং আমার স্বামী বাড়ীতে ফেরার পথে আনুমানিক সকালে মিনিটে চাষাড়া শহীদ মিনানের গেইটের সামনে রাস্তায় পৌঁচ্ছালে আসামীদের হাতে থাকা দেশীয় অস্ত্র ও লাঠি দ্বারা এলোপাথারি আঘাত করিলে বদিউজ্জামান মাটিতে লুটিয়ে পড়েন। পরবর্তীতে স্থানীয়রা তাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।