জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি ও তার স্ত্রীসহ হামলায় আহত নেতাকর্মীদের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল করেছে নারায়ণগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দল।
সোমবার (১৬ সেপ্টেম্বর) মুড়াপাড়া বাজারে রুপগঞ্জ থানা বিএনপির কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশ নেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সালাহউদ্দিন সালু ও সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় অবিলম্বে হামলার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবী জানান তারা।