২০১৭ সালে প্রথম নগরীর নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ ও প্রয়াত নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবয়ক এবং কৃষক দলের সাধারণ সম্পাদক রশিদুর রহমান রুশুর ডাকে বিএনপির মিছিলে রাজপথে যোগদেন মো. আশ্রাফুল ইসলাম নিরব। সেই থেকে শুরু নিরবের রাজনীতির জীবন। এরপর থেকে বিএনপির বিভিন্ন সভা সমাবেশে শত শত লোক নিয়ে জড়ো হতেন নিরব।
নারায়ণগঞ্জ মহানগরের বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদের সভা সমাবেশে প্রায় সময় সামনের সারিতে দেখা যেতো নিরবকে। ঐসময় অনেকেই হামলা, মামলার ভয়ে বিএনপির মিছিলে যেতে ভয় পেতো। ঠিক তখনই অকুতভয় নিরব নিজের জীবনের মায়া, পরিবার-স্বজনের কথা না ভেবে লড়াকু এক সৈনিকের মতো প্রতিনিয়ত তার সহ-যোদ্ধাদের সাথে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে গেছেন।
২০১৮ সাল থেকেই নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাথে জড়িত থাকলেও ছিল না কোন পদ-পদবি। তবুও থেমে ছিলেন না তিনি। পদ-পদবিকে গুরুত্ব না দিয়ে দলের স্বার্থে সবসময় কাজ করে গেছেন তিনি। রাজপথে থেকে সিনিয়র নেতাদের নির্দেশ অনুযায়ী সর্বদা সংগ্রাম করে গেছেন তিনি।
সূত্রানুযায়ী, ২০২৪ সালের ১৭ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ মহানগরের ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সে কমিটিতে সহ-সাধারণ সম্পাদকের পদটি অর্জন করে নেন মো. আশ্রাফুল ইসলাম নিরব। এরপর থেকেই আরও জোরেশোরে নেমে পড়েন রাজপথে। নারায়ণগঞ্জ থেকে ঢাকা সব সভা সমাবেশে তার নেতৃত্বে শত শত লোক নিয়ে জড়ো হতেন তিনি।
বিগর সময়ে নানা সভা, সমাবেশে নানা হামলার শিকারও হয়েছেন নিরব। ১ সেপ্টেম্বর ২০২২ সালে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে শহরে ২নং গেইটে পুলিশের রাবাব বুলেটে আহত হন নিরব। আহত হয়ে দির্ঘদিন হাসপাতালের ছিলেন তিনি। সুস্থ হয়ে আবারও রাজপথে ফিরেছিলেন তিনি।
পুলিশের অভিযানে বাসায় থাকতে পারেনি নিরব। তারপরেও তিনি প্রতিটা আন্দোলনে ভূমিকা রেখেছিলেন।
গত ১৭ জুলাই থেকে নারায়ণগঞ্জে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন সেই আন্দোলনে সরাসরি রাজপথে থেকে শিক্ষার্থীদের সাথে তার অগ্রণী ভূমিকা পালন করনে। গত ৫ আগস্ট মার্চ টু ঢাকাতে লক্ষ, লক্ষ ছাত্র জনতার সাথে সাবেক প্রধানমন্ত্রী শেখা হাসিনার পদত্যাগের দাবিতে গণভবনে জড়ো হয়েছিলেন।
বর্তমানে বিএনপির ছাত্র নেতাদের উপর চাঁদাবাজি, দখলবাজিসহ নানা অভিযোগ থাকলেও ছাত্র নেতা মো. আশ্রাফুল ইসলাম নিরবের বিরুদ্ধে কোথাও কোন এমন অভিযোগ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। চাঁদাবাজি দখলবাজির বিরুদ্ধে কাজ করে যাচ্ছেন তিনি।