নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির নেতাকর্মীদের সাথে ইউএনও’র মতবিনিময় সভায় বিএনপির বহিস্কৃত নেতাদের উপস্থিতিতে ক্ষোভ প্রকাশ করেছেন বন্দর থানা ও উপজেলা বিএনপির নেতাকর্মীরা।
বুধবার (২১ আগষ্ট) বন্দর উপজেলার রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেন উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো: মাজহারুল ইসলাম।
এসময় বহিস্কৃত বিএনপি নেতারাসহ উপজেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার মঞ্চে বিশেষ অতিথি হিসেবে বন্দর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দলটির বহিস্কৃত নেতা আতাউর রহমান মুকুল উপস্থিত ছিলেন।
এ নিয়ে বন্দর উপজেলা বিএনপির একাংশের নেতাকর্মীদের মাঝে ব্যাপক অসন্তোষ ও ক্ষোভ দেখা গেছে।
এবিষয়ে বন্দর থানা বিএনপির সভাপতি কাউন্সিলর শাহেনশাহ বলেন, বিষয়টি আমাদেরও নজরে এসেছে। আমাদের দল থেকে জানানো হয়েছে দলের নির্দেশ অমান্য করে যারা নির্বাচনে গিয়ে বহিস্কৃত হয়েছে তাদের দলে ফেরানোর কোন উদ্যোগ এখনও নেয়া হয়নি। আমরা পরবর্তীতে ইউএনও সাহেবের সাথে এ ব্যাপারে কথা বলেছি। তাকে বহিস্কৃতদের দেয়া চিঠিও আমরা দিয়েছি। ইউএনও সাহেব জানিয়েছেন বিষয়টি তার জানা ছিল না।