নারায়ণগঞ্জে মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহমেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবুর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদল।
সোমবার (৬ মে) শহরের চাষাঢ়া এলাকায় এ বিক্ষোভ মিছিল করে নেতাকর্মীরা।
মিছিলে সরকারি তোলারাম কলেজ শাখা ছাত্রদলের সভাপতি আজিজুল ইসলাম রাজীবের নেতৃত্বে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।