বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রাব্বী মিয়া নিহতের ঘটনায় সাবেক এমপি শামীম ওসমানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানায় নিহতের ভাই মো. অন্তর মিয়া বাদী হয়ে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থানায় মামলা দায়ের করেন।
মামলায় সাবেক এমপি শামীম ওসমান, সাবেক এমপি পুত্র অয়ন ওসমান, সাবেক এমপির ভাতিজা আজমেরী ওসমানসহ ৭০ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। সেই সাথে আরও ২০০ জনকে অজ্ঞাত নামা আসামি করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (অফিসার ইনচার্জ) আল মামুন লাইভ নারায়ণগঞ্জকে তথ্যটি নিশ্চিত করেছেন।
মামলার এজাহারে বলা হয়,নিহত শিক্ষার্থী মো. রাব্বী মিয়া সাউথইস্ট ইউনিভার্সিটির ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে অধ্যয়ণরত ছিলেন। গত ২০ জুলাই বিকাল সাড়ে ৫টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডস্থ ১০ তলার পিছনে পাইনাদী নতুন মহল্লা এলাকার চার তলা ভবনের বারান্দায় দাঁড়িয়ে থাকাকালীন হঠাৎ বুকের বাম পাশে গুলিবিদ্ধ হয়ে ফ্লোরে লুটিয়ে পড়েন রাব্বী মিয়া। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।