নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল লতিফকে (৬০) গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
বুধবার (২ অক্টোবর) দুপুরে তাকে স্থানীয় জনতা আটক করে পুলিশে দিয়েছেন বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন।
গ্রেপ্তারকৃত এই আওয়ামীলীগ নেতা নারায়ণগঞ্জ জেলা আ.লীগ সমর্থিত আইনজীবী ফোরামের সদস্য ছিলেন। সে নাসিক সিদ্ধিরগঞ্জের ১ নং ওয়ার্ড মিজমিজি পাইনাদী এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা মনির হোসেন (৫৬) হত্যা মামলার এজাহারভুক্ত ৫৭ নং আসামি তিনি।
ঘটনাস্থলে থাকা কয়েকজন জনতা সাংবাদিকদের জানান, বুধবার দুপুরে মিজমিজি পাইনাদী নতুন মহল্লা পিএম একাডেমি এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষরা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আব্দুল লতিফকে বেধড়ক মারধর করেন। পরবর্তীতে তাকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, স্থানীয় জনতা তাকে আটক করে আমাদের ফোন করেছে। এরপর আমাদের থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে নিয়ে এসেছেন। তার বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে।