নারায়ণগঞ্জে কোরবানির চামড়া ও চাঁদা না দেয়ায় হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোঃ হোসাইন লিখন (৪১) নামের এক ব্যক্তি আহত হয়েছেন।
এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখ করে আরও ছয় জনকে অজ্ঞাত আসামি করে নারায়ণগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) এ ঘটনায় মামলাটি দায়ের করা হয়।
মামলার আসামীরা হলেন- রবিন (৩৫), অনিক (৩০), সাঈদ (৩০), শুভ (৩৫), সানি (২১), মদুদি বাবু (৪৫)।
মামলার বাদী সায়মন আলী আঃ হাই (৩৭) অভিযোগে জানান, কোরবানির ঈদের দিন সকালে গরু কোরবানি করে মাংস কাটার সময় আসামিরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে কোরবানির চামড়া বিক্রি করতে বলে। এসময় চামড়া বিক্রি লরতে অস্বীকার করলে নগদ ২০ হাজার টাকা চাঁদা দিতে বলেন আসামিরা।
চাঁদা দিতে রাজি না হওয়ায় আসামীরা ক্ষিপ্ত হয়ে হামলা করতে আসলে আমার বড় ভাই লিখন এগিয়ে এলে তাকে চাকু দিয়ে পেটে ছুরিকাঘাত করে ও পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আশেপাশের লোকজন এগিয়ে এলে হুমকি ধমকি দিয়ে চলে যায় তারা। পরে লিখনকে উদ্ধার করে ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়।