নবনির্বাচিত যুব কাউন্সিলর অপুকে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী
আদনান আহমেদ সুহিনের শুভেচ্ছা প্রেরন
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রথম যুব কাউন্সিলর নির্বাচন – ২০২৪ এ (ক্লাস্টার-৪) ১০ , ১১ ও ১২ নং ওয়ার্ডে বিপুল ভোটে নির্বাচিত হওয়ায় মেহরাব হোসেন অপুকে ফুলের শুভেচ্ছা ও শুভকামনা বার্তা প্রেরন করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী আদনান আহমেদ সুহিন ।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন , ” তরুন নেতৃত্ব গঠনের লক্ষ্যে এভাবে যুবকদের উৎসাহ দিলে আমি ব্যাক্তিগতভাবে বিশ্বাস করি যে সারা বাংলাদেশের মধ্যে নারায়নগঞ্জ রোল মডেল হিসেবে গড়ে উঠবে ।
মাদক ও কিশোর গ্যাং অপরাধ থেকে যুব সমাজ বিরত থাকবে । যুব কাউন্সিলরগন তরুন সমাজকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করে খেলাধুলা ও সামাজিক কর্মকান্ডে উৎসাহিত করে তুলবে ।
আমি ধন্যবাদ জানাই সম্মানিত মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী সহ সিটি কর্পোরেশন সকল কমকর্তাদের যারা এই চমৎকার উদ্দ্যোগ গ্রহন করেছেন এবং বাস্তবায়ন করেছেন । ”
এ বিষয়ে মেহেরাব হোসেন অপু বেটার নারায়নগঞ্জকে জানান , ” যুব কাউন্সিলর হিসেবে নির্বাচিত হওয়ার পর বিভিন্ন সংগঠন এবং এলাকা ও বিভিন্ন সামাজিক সংগঠনের তরুনদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও শুভেচ্ছা বার্তা পেয়েছি কিন্ত সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এই শুভেচ্ছা আমার জন্য অবশ্যই বিশেষ কিছু ।
এই ভালোবাসার প্রতিদান আমি আমার কাজের মধ্য দিয়ে দিতে চাই । আপনাদের এই ভালোবাসাগুলো আমার আগামীদিনের কাজের অনুপ্রেরণা হিসেবে গ্রহন করছি । সকলকে আমার জন্য দোয়া করার অনুরোধ জানাচ্ছি । ”
এসময় উপস্থিত ছিলেন আল ইমরান অবাক , রাইসুল ইসলাম রাম্মি সহ প্রমুখ । উল্লেখ্য যে গত ৫ই জুলাই প্রথম যুব কাউন্সিলর নির্বাচনে মেহেরাব হোসেন অপু বিশাল ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়ে ১০ , ১১ ও ১২ নং ওয়ার্ডের যুব কাউন্সিলর নির্বাচিত হোন ।