নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর বর্ষা মৌসুমে পানি বৃদ্ধি পেয়ে থাকে নদনদীর।
তবে এবার বিগত বছরগুলোর তুলনায় নারায়ণগঞ্জে বৃষ্টির পরিমান কম হলেও পানি বৃদ্ধি অব্যাহত আছে।
সোমবার (২৪ জুন) সরেজমিনে শীতলক্ষ্যা নদীর বন্দর ঘাট এলাকায় দেখা যায়, পানি বৃদ্ধি পেয়ে ঘাটের নৌকায় উঠার কাঠের অস্থায়ী সাকো ডুবে গেছে। ডুবছে ঘাটের সিড়িগুলোও।
পানি বহমান থাকায় নদীতে ময়লা বা কস্তুরি জমছেনা। তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় দুই পাড়ের মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে।
আষাড় মাস চলমান থাকায় বৃষ্টি বাড়লে নদীর পানি আরো বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।