নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব নিয়েছেন মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামান। বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বোর্ড সভায় পরিচালকরা সর্বসম্মতভাবে তাঁকে এই দায়িত্ব দেন।
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ছিলেন ওসমান পরিবার ঘনিষ্ঠ খালেদ হায়দার খান কাজল। গত ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান খালেদ হায়দার খান কাজল। তার বিরুদ্ধে ছাত্র হত্যার অভিযোগে মামলাও হয়েছে।
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব নেয়ায় মডেল গ্রুপের এমডি মাসুদুজ্জামানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম ও চেম্বারের পরিচালকরা এবং ব্যবসায়ী নেতৃবৃন্দরা।