নারায়গঞ্জের রূপগঞ্জে মাঝিনা মৌজার আহমাদিয়া ফাযিল মাদ্রাসার জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসূচী পালন করেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) ইছাখালী-নগরপাড়া সড়কের মাদ্রাসার সামনে এ কর্মসূচী পালন করেন। এসময় একঘন্টা যানবাহন চলাচল বন্ধ ছিলো।
মানববন্ধনে বক্তারা বলেন, মাঝিনা মৌজার দেড় কোটি টাকা মূল্যের মাদ্রাসার ১২ শতাংশ জমি স্থানীয় কয়েকজন ভূমিদস্যু জাল দলিল ও ভূয়া দাতা সাজিয়ে দখলের পায়তারা চালিয়ে আসছে। গত ৫০ বছর ধরে মাদ্রাসা জমি ভোগ দখল করে আসছে। ভূমিদ্যুদের বিরুদ্ধে আরো কঠোর কর্মসূচী ঘোষণা দেন।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি আলমগীর হোসেন আনসারী, এশিয়ান টিভির সাংবাদিক শহীদুল্লাহ গাজী, হাবিবুর রহমান হাবীব, রফিকুল ইসলাম রফিক, বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা ইমরান হোসেন ও নাঈম আহম্মেদ প্রমুখ।
অপরদিকে, আতলাশপুর এলাকার পেপারটেক নামের একটি কাগজ তৈরির কারখানায় বালু ভরাটের কাজ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় হামলার বিচার চেয়ে একপক্ষের আব্দুল সামাদ বাহিনীর অনুসারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
সোমবার (০৯ সেপ্টেম্বর) উপজেলার আটলাশপুর এলাকায় এ মানববন্ধন পালন করে তারা ।
গত (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আতলাশপুর বেলতলা এলাকায় বালু ভরাটের ড্রেজারের পাইপ টানা নিয়ে ভুলতা ইউনিয়ন ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি আব্দুল সামাদ ও তার বাহিনীর সঙ্গে ভুলতা ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সেলিম মোল্লা ও তার বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত আটজন আহত হয়।