আড়াইহাজারে যৌতুকের দাবিতে আগুন দিয়ে পুরিয়ে স্ত্রী হত্যা মামলায় অভিযুক্ত সোলাইমান (৩৫) নামে একজনে আটক করেছে পুলিশ। এ মামলার আসামী বিগত ১৩ বছর পলাতক ছিলো বলে জানিয়েছে পুলিশ।
আটককৃত সোলাইমান এই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামের ফজর আলীর পুত্র। তার স্ত্রী একই গ্রামের ইসমাইলের কন্যা মাফিয়া (২২)।
এবিষয়ে আড়াইহাজার থানার এ এস আই আবু তাহের জানান, সোলাইমান তার স্ত্রী কে যৌতুকের জন্য গ্যাসের চুলার আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করে।
এ ব্যাপারে থানায় মামলা হলে ঘটনার পর প্রায় ১৩ বছর পলাতক থাকার পর বৃহষ্পতিবার রাতে তাকে তার নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। তার নামে দুটি গ্রেফতারী পরওয়ানা রয়েছে। আজ শুক্রবার বিকেলে তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।