১০:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

আড়াইহাজারে মোল্লা রিসাইকেলিং ট্যাক্সটাইল মিলে আগুন

print news

আড়াইহাজাররে মোল্লা রিসাইকেলিং ট্যাক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) দিবাগত রাত সারে ১১টার দিকে উপজলোর সাতগ্রাম টেকপাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।

অগ্নকিান্ডে মিলটির মালমাল ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজাররে ফায়ার স্টেশন অফসিার রবিউল হাসান।

রবিউল হাসান জানান, উপজলোর সাতগ্রাম টেকপাড়ার মোল্লা রিসাইকেলিং ট্যাক্সটাইল মিলে রাত সাড়ে এগারটার দিকে আগুন লাগে। খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী ফায়ার স্টেশনের ৪ টি ইউনিট প্রায় তিনঘন্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এরি মধ্যে মিলের সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতরি পরমিাণ তদন্তরে পর বলা যাবে।

কাজী মনিরুজ্জামান মিথ্যাবাদী, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিরস্কার করেছিলেন : রুহুল আমিন

আড়াইহাজারে মোল্লা রিসাইকেলিং ট্যাক্সটাইল মিলে আগুন

প্রকাশিত : ০৩:০০:২১ অপরাহ্ন, রবিবার, ১৬ জুন ২০২৪
print news

আড়াইহাজাররে মোল্লা রিসাইকেলিং ট্যাক্সটাইল মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জুন) দিবাগত রাত সারে ১১টার দিকে উপজলোর সাতগ্রাম টেকপাড়ার এলাকায় এই ঘটনা ঘটে।

অগ্নকিান্ডে মিলটির মালমাল ও মেশিনারিজ পুড়ে ছাই হয়ে গেছে। তবে অগ্নিকান্ডের ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি লাইভ নারায়ণগঞ্জকে নিশ্চিত করেছেন আড়াইহাজাররে ফায়ার স্টেশন অফসিার রবিউল হাসান।

রবিউল হাসান জানান, উপজলোর সাতগ্রাম টেকপাড়ার মোল্লা রিসাইকেলিং ট্যাক্সটাইল মিলে রাত সাড়ে এগারটার দিকে আগুন লাগে। খবর পেয়ে আড়াইহাজার ও মাধবদী ফায়ার স্টেশনের ৪ টি ইউনিট প্রায় তিনঘন্টা চেষ্টা চালিয়ে রাত তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এরি মধ্যে মিলের সমস্ত মালামাল ভস্মীভূত হয়ে যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতরি পরমিাণ তদন্তরে পর বলা যাবে।