০৯:১১ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মৃত্যু

আড়াইহাজারে হালিমা (৪৫) নামের এক নারী বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আগুয়ানদী গ্রামের চকে এই ঘটনা ঘটে। নিহত হালিমা উপজেলার আগুয়ান্দী গ্রামের ইব্রাহিমের স্ত্রী।

জানা গেছে, ঘটনার দিন সকাল ৭টায় বাড়ির পাশে বোরো ধান ক্ষেত দেখতে যান হালিমা। সেখানে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হালিমার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে গ্রামবাসী বিদ্যুৎ অফিসের কর্মীদের দোষী দাবি করে শাস্তির দাবি জানান। গ্রামবাসী হাবিব উল্লাহ জানান, তার ছিড়ে পড়ে গেলে আমরা বিদ্যুৎ অফিসকে জানালেও তারা লাইন বন্ধ করতে আসেনি। তাই এই দুর্ঘটনা ঘটেছে।

গোপালদী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ছারোয়ার জাহান জানান, আমি ঘটনাটি শুনে বিষয়টি তদন্ত করার জন্য ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। পল্লী বিদ্যুতের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাটি তদন্ত করার জন্য ঘটনাস্থলে গেলে স্বজনরা দোষীদের বিচারের দাবি জানান।

জনপ্রিয়

না.গঞ্জে মহাসপ্তমীতে মন্ডপে মন্ডপে ভক্তদের পুষ্পাঞ্জলি

জমিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে নারীর মৃত্যু

প্রকাশিত : ০৯:৩১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অক্টোবর ২০২৪

আড়াইহাজারে হালিমা (৪৫) নামের এক নারী বিদ্যুস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নে আগুয়ানদী গ্রামের চকে এই ঘটনা ঘটে। নিহত হালিমা উপজেলার আগুয়ান্দী গ্রামের ইব্রাহিমের স্ত্রী।

জানা গেছে, ঘটনার দিন সকাল ৭টায় বাড়ির পাশে বোরো ধান ক্ষেত দেখতে যান হালিমা। সেখানে বিদ্যুতের তার ছিড়ে পড়ে থাকাবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে হালিমার স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জরুরি বিভাগের চিকিৎসক জাহাঙ্গীর শেখ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

এদিকে গ্রামবাসী বিদ্যুৎ অফিসের কর্মীদের দোষী দাবি করে শাস্তির দাবি জানান। গ্রামবাসী হাবিব উল্লাহ জানান, তার ছিড়ে পড়ে গেলে আমরা বিদ্যুৎ অফিসকে জানালেও তারা লাইন বন্ধ করতে আসেনি। তাই এই দুর্ঘটনা ঘটেছে।

গোপালদী পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ছারোয়ার জাহান জানান, আমি ঘটনাটি শুনে বিষয়টি তদন্ত করার জন্য ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। পল্লী বিদ্যুতের কেউ জড়িত থাকলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

অপরদিকে, মঙ্গলবার তদন্ত কমিটির সদস্যরা ঘটনাটি তদন্ত করার জন্য ঘটনাস্থলে গেলে স্বজনরা দোষীদের বিচারের দাবি জানান।