০১:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

বন্দরে চোখ উপড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

বন্দরে চোখ উপড়ানো অজ্ঞাত যুবক(২০) এর মৃতদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।

শুক্রবার (২১ জুন) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার  মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর সমক্ষেত্র ৭১’এর দেয়ালের পিছন থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনাস্থলে আসা বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, সমরক্ষেত্র মাঠে কিশোররা বল খেলার সময় বল দেয়াল টপকে বাইরে এলে কিশোররা বল নিতে এসে লাশ দেখে স্থনীয়দের জানান।

স্থানীয় পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে পিবিআইকে খবর দেয়া হয়। দুপুরে পিবিআইয়ের এসআই আয়েশা খাতুন ঘটনাস্থলে এসে লাশের সেম্পল সংগ্রহ করে এবং আঙ্গুলের ছাপ নিয়ে লাশ সনাক্তের চেষ্টা করে। আঙ্গুলের ছাপে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি।

লাশের সুরতহাল রেকর্ডকারী দারোগা অভিজিৎ বলেন, উদ্ধারকৃত লাশটি ৩/৪দিন আগের। লাশের পড়নে ছিল নেভিব্লো টিশার্ট ও অফহুয়াইট রংয়ের প্যান্ট।

দূবিত্তরা অন্যত্র খুন করে লাশ এখানে ফেলে গেছে। এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হবে।

বন্দরে চোখ উপড়ানো অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার

প্রকাশিত : ১২:২২:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪

বন্দরে চোখ উপড়ানো অজ্ঞাত যুবক(২০) এর মৃতদেহ উদ্ধার করেছে বন্দর থানা পুলিশ।

শুক্রবার (২১ জুন) বেলা সাড়ে ১২টায় বন্দর থানার  মদনগঞ্জ-মদনপুর সড়কের বন্দর সমক্ষেত্র ৭১’এর দেয়ালের পিছন থেকে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘটনাস্থলে আসা বন্দর থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম পাটোয়ারী জানান, সমরক্ষেত্র মাঠে কিশোররা বল খেলার সময় বল দেয়াল টপকে বাইরে এলে কিশোররা বল নিতে এসে লাশ দেখে স্থনীয়দের জানান।

স্থানীয় পুলিশে সংবাদ দিলে পুলিশ লাশের সুরতহাল রেকর্ড করে পিবিআইকে খবর দেয়া হয়। দুপুরে পিবিআইয়ের এসআই আয়েশা খাতুন ঘটনাস্থলে এসে লাশের সেম্পল সংগ্রহ করে এবং আঙ্গুলের ছাপ নিয়ে লাশ সনাক্তের চেষ্টা করে। আঙ্গুলের ছাপে লাশ সনাক্ত করা সম্ভব হয়নি।

লাশের সুরতহাল রেকর্ডকারী দারোগা অভিজিৎ বলেন, উদ্ধারকৃত লাশটি ৩/৪দিন আগের। লাশের পড়নে ছিল নেভিব্লো টিশার্ট ও অফহুয়াইট রংয়ের প্যান্ট।

দূবিত্তরা অন্যত্র খুন করে লাশ এখানে ফেলে গেছে। এ ব্যপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা বলেন, অজ্ঞাত লাশের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা রুজু করা হবে।