বন্দর প্রতিনিধি: বন্দরে বৃষ্টিতে ভিজে গোসল করার সময় তড়িতাহত হয়ে আবির হোসেন(১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১১টায় বন্দর থানার নবীগঞ্জ উত্তরপাড়া এলাকায় এ র্দূঘটনাটি ঘটে।
নিহত আবির হোসেন বন্দরের নবীগঞ্জ উত্তরপাড়া এলাকার সোহেল মিয়ার ছেলে এবং বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্র বলে জানা গেছে। আবিরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে বৃষ্টি শুরু হলে আবির ছোট ভাইকে নিয়ে বৃষ্টিতে ভিজে গোসল করতে বাড়ির ছাদে উঠে।
এ সময় এসির বৈদ্যুতিক ক্যাবলের সঙ্গে জড়িয়ে তড়িতাহত হয় আবির। পরে মুমূর্ষু অবস্থায় বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তবরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।