বন্দরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বসত ঘর পুড়ে গিয়ে ৪ লাখ টাকা ক্ষতিসাধন হয়েছে।
শুক্রবার (২১ জুন) বিকেল ৫টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বুরুন্দীস্থ জনৈক আবুল হোসেন মিয়ার বসত ঘরে এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
তবে অগ্নিকান্ডের ঘটনায় আহত বা হতাহতের কোন সংবাদ পাওয়া যায়নি। খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট অগ্নিকান্ডের স্থলে আসার পূর্বে স্থানীয় এলাকাবাসী প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থ বাড়ি মালিক আবুল হোসেন জানায়, আমি ও আমার পরিবার আত্মীয় বাড়িতে বেড়াতে যাই। এলাকাবাসী বিকেলে আমাকে ফোনের মাধ্যমে অগ্নিকান্ডের বিষয়টি অবগত করে।
পরে আমি দ্রুত বাড়ি ফিরে দেখি আমার সব শেষ হয়ে গেছে। অগ্নিকান্ডের ঘটনায় বসত ঘর, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে গিয়ে ৪ লাখ টাকা ক্ষতিসাধন হয়।