১১:২৬ অপরাহ্ন, সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪

মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকে ২ এজেন্ট আটক, প্রার্থীর এজেন্টকে মারধর

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে৷

বুধবার সকাল এগারোটার দিকে মদনপুর ইউনিয়নের ৩৩ নম্বর কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে৷

আহত ফারুক হোসেন বলেন, ‘কেন্দ্রে ঢোকার পর থেকেই আমাকে বের হয়ে যাবার জন্য হুমকি দিচ্ছিলো দোয়াত-কলম প্রতীকের পোলিং এজেন্ট৷ আমি রাজি না হওয়াতে আমাকে ভোটকক্ষ থেকে বের করে মারধর করা হয়৷’

দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদে লড়ছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ৷ তিনি এ উপজেলার বর্তমান চেয়ারম্যান৷

জানতে চাইলে কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ‘এটা তেমন কিছু না৷ একটু তর্কাতর্কি হয়েছিল৷

পরবর্তীতে পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়৷ ওই এজেন্ট এখন ভোটকক্ষে কাজ করছেন৷’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ হোসেনের অভিযোগ, মদনপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ সালাম তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রভাব বিস্তার করছেন৷

তারা ভোটারদের দোয়াত-কলম প্রতীকে ভোট দিতে হুমকি দিচ্ছেন৷ কেন্দ্রে থাকা আনারসের এজেন্টদের কেন্দ্রের ভেতরে হুমকি দিচ্ছেন৷

‘এভাবে চলতে থাকলে তো সুষ্ঠু নির্বাচন বলতে কিছু থাকবে না৷ প্রশাসনের তৎপরতা আরও জোরদার করতে হবে৷’

তবে, এ বিষয়ে মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালামকে মুঠোফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি৷

এদিকে, হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের এক পোলিং এজেন্ট ভোটকক্ষের ভেতরে মোবাইল নিয়ে অবস্থান করায় তাকে আটক করে পুলিশ৷

একই কারণে বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উড়োজাহাজ প্রতীকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানুর এক এজেন্টকে আটক করা হয়৷

রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘কিছু কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি৷ অভিযোগ পাবার সাথে সাথেই সেখানে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খল বাহিনী৷ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি সন্তোষজনক আছে৷’

মোবাইল নিয়ে কেন্দ্রে ঢুকে ২ এজেন্ট আটক, প্রার্থীর এজেন্টকে মারধর

প্রকাশিত : ০১:২৪:১২ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা পরিষদ নির্বাচনের একটি কেন্দ্রে আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মাকসুদ হোসেনের এক পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ পাওয়া গেছে৷

বুধবার সকাল এগারোটার দিকে মদনপুর ইউনিয়নের ৩৩ নম্বর কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে৷

আহত ফারুক হোসেন বলেন, ‘কেন্দ্রে ঢোকার পর থেকেই আমাকে বের হয়ে যাবার জন্য হুমকি দিচ্ছিলো দোয়াত-কলম প্রতীকের পোলিং এজেন্ট৷ আমি রাজি না হওয়াতে আমাকে ভোটকক্ষ থেকে বের করে মারধর করা হয়৷’

দোয়াত-কলম প্রতীকে চেয়ারম্যান পদে লড়ছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ রশিদ৷ তিনি এ উপজেলার বর্তমান চেয়ারম্যান৷

জানতে চাইলে কেওঢালা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. সাইফুজ্জামান বলেন, ‘এটা তেমন কিছু না৷ একটু তর্কাতর্কি হয়েছিল৷

পরবর্তীতে পুলিশ ও আনসার সদস্যদের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া হয়৷ ওই এজেন্ট এখন ভোটকক্ষে কাজ করছেন৷’

প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাকসুদ হোসেনের অভিযোগ, মদনপুর ইউনিয়নের কেন্দ্রগুলোতে দোয়াত-কলম প্রতীকের প্রার্থীর পক্ষ নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এমএ সালাম তার কর্মী-সমর্থকদের নিয়ে প্রভাব বিস্তার করছেন৷

তারা ভোটারদের দোয়াত-কলম প্রতীকে ভোট দিতে হুমকি দিচ্ছেন৷ কেন্দ্রে থাকা আনারসের এজেন্টদের কেন্দ্রের ভেতরে হুমকি দিচ্ছেন৷

‘এভাবে চলতে থাকলে তো সুষ্ঠু নির্বাচন বলতে কিছু থাকবে না৷ প্রশাসনের তৎপরতা আরও জোরদার করতে হবে৷’

তবে, এ বিষয়ে মদনপুর ইউপি চেয়ারম্যান এমএ সালামকে মুঠোফোনে কল করা হলে তিনি কল রিসিভ করেননি৷

এদিকে, হাজী ইব্রাহিম আলমচান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে দোয়াত-কলম প্রতীকের এক পোলিং এজেন্ট ভোটকক্ষের ভেতরে মোবাইল নিয়ে অবস্থান করায় তাকে আটক করে পুলিশ৷

একই কারণে বন্দর কলাবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে উড়োজাহাজ প্রতীকের ভাইস-চেয়ারম্যান প্রার্থী সানাউল্লাহ সানুর এক এজেন্টকে আটক করা হয়৷

রিটার্নিং কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ বলেন, ‘কিছু কিছু জায়গায় আমরা অভিযোগ পাচ্ছি৷ অভিযোগ পাবার সাথে সাথেই সেখানে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খল বাহিনী৷ দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া পরিস্থিতি সন্তোষজনক আছে৷’