রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন হাবিবুর রহমান হাবিব। তিনি ১ লাখ ১৮ হাজার ভোট পেয়েছেন।
তার প্রতিদ্বন্দ্বী আবু হোসেন ভূঁইয়া পেয়েছেন ১৯ হাজার ৫৬৬ টি ভোট।
মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে এ ভোট গ্রহণ।
সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার ইশতিয়াক আহমেদ বেসরকারিভাবে তাকে বিজয়ী ঘোষণা করেন।
উল্লেখ্য, ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান এবং সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে যুব মহিলা লীগ নেত্রী ফেরদৌসী আক্তার ওরফে রিয়া একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।