কাঞ্চন পৌরসভা নির্বাচনে মেয়র পদের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান মেয়র রফিকুল ইসলাম রফিক। বৃহস্পতিবার (৩০ মে) জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা কাজী মো. ইস্তাফিজুল হক আকন্দের নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি।
মনোনয়নপত্র জমা দিয়ে মেয়র রফিক বলেন, আমি জনতার মেয়র ছিলাম, জনতাই আমাকে তাদের ভালোবাসা দিবেন, সুষ্ঠু ভোট হলে পুনরায় মেয়র হবো-ইনশাআল্লাহ।
এ সময় বিগত দিনের নাগরিক সেবাদান ও কাঞ্চন পৌর অঞ্চল রাস্তাঘাট,ড্রেন কালভার্টসহ ব্যাপক উন্নয়নে ভূমিকা রাখায় পুনরায় বিজয়ী হওয়ায় আশা করেন তিনি।
ঘোষিত তফসিল অনুযায়ী, প্রার্থীদের মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার নিকট দাখিলের শেষ তারিখ ৩০ মে। রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাছাই হবে ২ জুন। ৩ থেকে ৫ জুন পর্যন্ত মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে।
৬ থেকে ৮ জুন আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ৯ জুন। ১০ জুন প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সবশেষে ২৬ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।