নারায়নগঞ্জের রূপগঞ্জে বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা বাড়ি থেকে অভিযান চালিয়ে ৩ টি বোমা উদ্ধার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট।
মঙ্গলবার (২ জুলাই) সকাল এগারোটা থেকে সৌদি প্রবাসী জাকির হোসেনের চারতলা বাড়িটি ঘিরে রাখা হয়েছে। অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকার পুলিশ সুপার সানোয়ার হোসেন জানান গত ৫ জুন নরসিংদী থেকে একজন জঙ্গি আটক করা হয়।
আরও পড়ুন: রূপগঞ্জে সৌদি প্রবাসীর বাড়ি ঘেরাও, জঙ্গি আস্তানা সন্দেহে,অভিযানের প্রস্তুতি
পরে গতকাল কক্সবাজার থেকে একজন নারীকে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী রুপগঞ্জে সৌদি প্রবাসী জাকির হোসেনের বাড়িতে একাধিক জঙ্গি অবস্থান করার কথা বলা হয়েছে।
এদিকে আইন শৃঙ্খলা বাহীনি বিকাল ৩ টায় বাড়ির ভিতরে তল্লাশি শুরু করে। এসময় ৩ টি বোমা বাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে বোমা ৩ টি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্কিয় করে দেওয়া হয়।
এখন পযর্ন্ত বাড়ির ভিতর থেকে কাউকে আটক করা হয়নি। অভিযানের শুরুর আগেই বাড়ির ভেতর থেকেই সকল ভাড়াটিয়াকে বের করে নিয়ে আসা হয়েছে।
প্রতিনিধি/এম.এইস