নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ ছাত্র রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।
শুক্রবার (৫ জুলাই) রাতে ৯টায় জেলেপাড়া বর্ণালী খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাকিব হোসেন জামালপুর জেলার মেলান্দ থানার গুজামানিক গ্রামের খোরশেদ আলমের ছেলে ও আদমজীনগর সরকারি এমডব্লিউ কলেজের ১ম বর্ষের ছাত্র।
২নং ঢাকেশ্বরী খেয়াঘাটের ইজারাদার বাপ্পী প্রধান জানায়, বৃহস্পতিবার দুপুর ১২টায় রাকিব তার আরও তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসলের জন্য ট্রলারে ওঠে।
পরে নদীর ওপারে পৌঁছানোর মাঝপথেই ট্রলার থেকে নদীতে লাফ দেয় রাকিব ও নিজাম। এ সময় নিজাম সাতরে নদীর পাড়ে চলে গেলেও রাকিব নিখোঁজ থাকে।
অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে বিষয়টি পরিবারকে জানায়। স্বজনরা তাকে না পেয়ে বাসায় ফিরে যায়। শুক্রবার রাতে নদী থেকে মরদেহ উদ্ধারে পর পরিবার রাকিবকে শনাক্ত করেন।
সদর নৌ পুলিশ ফাঁড়ি উপ পরিদর্শক সবুর মিয়া জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।