সিদ্ধিরগঞ্জে নূপুর আক্তার (২৬) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় স্বামী মো. রবিউল ইসলাম বাবুকে আটক করেছে পুলিশ।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে নাসিক ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নূপুর আক্তার বরিশাল জেলার শাহজাহান চৌকিদারের মেয়ে। তারা স্বামী-স্ত্রী মিজমিজি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। ওসি বলেন, নিহত স্ত্রীর স্বামীকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।