নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাসেল ভাইপার সাপ পাওয়া গেছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি দিয়ে সতর্কতা পোস্ট দিয়েছেন অনেকে।
সোনারগাঁ ভিত্তিক সামাজিক যোগাযোগ মাধ্যম গ্রুপ গুলোতে এ ধরনের পোস্ট দেখা গেলেও এখন পর্যন্ত এটি পাওয়া গেছে বলে নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (২১ জুন) সকাল থেকে একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এ একটি রাসেল ভাইপার সাপ পাওয়া যাওয়ার ছবি দিয়ে বলা হয় এটি পাওয়া গেছে কাঁচপুরে।
তবে মন্তব্যের ঘরে অনেকেই বলছেন, এটি ১ মাস আগের ঘটনা। মাসখানেক আগে এটি পাওয়া গিয়েছিল।
এরকম একাধিক পোস্ট দেখে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিদের সাথে কথা বললে তারা জানান, এরকম ঘটনা ফেসবুকেই তারা দেখেছেন।
এদিকে এ ধরনের সাপ পাওয়া যাওয়ার বিষয়টি অস্বীকার করেছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।