আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়নগঞ্জ সোনারগাঁয়ে চেয়ারম্যান প্রার্থী মাহফুজুর রহমান কালামকে ঘোড়া প্রতিককে বিজয়ী করতে নির্বাচনী পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে তালতলা চৌরাস্তা এলাকায় এ পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রয়াত আবুল হাসনাত ও মোশারফ হোসেনের ভাই বিশিষ্ট শিল্পপতি মো. মনির হোসেন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আসন্ন সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাহফুজুর রহমান কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মোশারফ হোসেনের ভাই দেশের প্রথম জাতীয় সংসদের সর্বকনিষ্ঠ সাংসদ বীর মুক্তিযোদ্ধা প্রয়াত মোবারক হোসেনের ছেলে এরফান হোসেন দ্বীপ।
জামপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হানিফের সভাপতিত্বে ও সাবেক চেয়ারম্যান হামিম শিকদার শিপলুর সার্বিক ব্যবস্থপনায় এসময় আরোও উপস্থিত ছিলেন,জামপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডারে সন্তান কমিটির উপদেষ্টা আহসান হাবিব টিপু,আওয়ামী লীগ নেতা দেওয়ান মুস্তাফিজুর রহমান, মাসুদ কবির ভুইয়া সুমন,উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আবু হোসান চৌধুরী লিপন, গোলজার হোসেন,সাগর সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।