০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতি, ইতালি প্রবাসীর সর্বস্ব লুট

সোনারগাঁয়ে রবিউল ইসলাম নামের এক ইতালি প্রবাসীকে বহন করা গাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মুখোশ পড়া অবস্থায় দেশীয় অস্ত্রসহ সড়কে ট্রাক দিয়ে গতিরোধ করে। এরপর ওই প্রবাসীর গ্রিন কার্ড, ইউএস ডলার, ইউরো, ৮টি মোবাইল সেট, নগদ টাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ইতালি প্রবাসী রবিউল ইসলাম নোয়াখালীর সেনবাগের বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো সব অফিসার থানায় যোগদান করেননি। জনবল কম থাকায় নিয়মিত অভিযান সম্ভব হচ্ছে না। তবে ডাকাত ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।

জনপ্রিয়

না.গঞ্জে মহাসপ্তমীতে মন্ডপে মন্ডপে ভক্তদের পুষ্পাঞ্জলি

সোনারগাঁয়ে মহাসড়কে ডাকাতি, ইতালি প্রবাসীর সর্বস্ব লুট

প্রকাশিত : ০৩:২৬:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪

সোনারগাঁয়ে রবিউল ইসলাম নামের এক ইতালি প্রবাসীকে বহন করা গাড়িতে ডাকাতির ঘটনা হয়েছে। বুধবার (২৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল মুখোশ পড়া অবস্থায় দেশীয় অস্ত্রসহ সড়কে ট্রাক দিয়ে গতিরোধ করে। এরপর ওই প্রবাসীর গ্রিন কার্ড, ইউএস ডলার, ইউরো, ৮টি মোবাইল সেট, নগদ টাকাসহ মোট ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ইতালি প্রবাসী রবিউল ইসলাম নোয়াখালীর সেনবাগের বসন্তীপুর গ্রামের সালেহ আহমেদের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, এই ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এখনো সব অফিসার থানায় যোগদান করেননি। জনবল কম থাকায় নিয়মিত অভিযান সম্ভব হচ্ছে না। তবে ডাকাত ধরতে বিশেষ অভিযান শুরু হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে।