ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলায় সাইফুল ইসলাম স্বপন ও সোনারগাঁ উপজেলায় মাহফুজুর রহমান কালাম চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) রাতে ভোট গণনার পর রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক সাকিব আল রাব্বি বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নির্বাচন কমিশন সূত্রে, রূপগঞ্জে হাবিবুর রহমান হাবিব ১ লাখ ১৮ হাজার ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পরাজিত প্রার্থী আবু হোসেন ভুঁইয়া রানুর চেয়ে ৯৮ হাজার ৪৩৪ ভোট বেশি পেয়েছেন।
এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফেরদৌসী আলম নিলা।
সোনারগাঁয়ে বিজয়ী ঘোড়া প্রতীকে মাহফুজুর রহমান কালাম। কালাম পেয়েছেন ৮১ হাজার ৯৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাবুল হোসেন ওমর পেয়েছেন ৭৫ হাজার ৬২৫ ভোট।
এখানে চেয়ারম্যান পদে লড়েছেন চারজন। তারা হলেন- সাবেক ভাইস চেয়ারম্যান বাবুল হোসেন (আনারস), উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম (ঘোড়া), উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু (মোটরসাইকেল) ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হায়দার (দোয়াত-কলম)।
এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন আবুল ফয়েজ শিপন (চশমা), এম জাহাঙ্গীর হোসেন ভূঁইয়া (টিউবওয়েল), মাছুম চৌধুরী (তালা) ও আজিজুল ইসলাম (মাইক)।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়ছেন ফরিদা পারভীন (ফুটবল) ও মাহমুদা আক্তার (হাঁস)।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত পৌনে ১২টা) সোনারগাঁও উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে কে নির্বাচিত হয়েছেন তার ফলাফল ঘোষণা হয়নি।
আড়াইহাজার থেকে ঘোড়া প্রতিকের প্রার্থী মোঃ সাইফুল ইসলাম স্বপন ১ লাখ ১৫ হাজার ২৫২ ভোট পেয়ে বেসরকারী ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি (দোয়াত কলম) প্রতিকের প্রার্থী মোঃ শাহজালাল মিয়া পেয়েছেন, ১৩ হাজার ১৩২ভোট।
আনারস প্রতিকের প্রার্থী কাজী সুজন ইকবাল পেয়েছের ১ হাজার ৯৯৭ ভোট।
ভোট গ্রহন শেষে মঙ্গলবার রাত ৯টার দিকে সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ বেসরকারী ফলাফল ঘোষণা করেন।