নারায়ণগঞ্জের ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের আরএমও ডা. ফরহাদকে বদলি করে নরসিংদী বেলাবো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে।
একই সাথে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল ভিক্টোরিয়া মেডিকেল অফিসার ডা. জহিরুল ইসলামকে ভারপ্রাপ্ত আর এমও হিসেবেনিয়োগ করা হয়েছে।
গত ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালন প্রশাসন ডা. এবি এম আবু হানিফ মহাপরিচালকের পক্ষে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।